বেগমগঞ্জের নাজিরপুর দেওয়ান গোলাম সারোয়ার (এন.এ) উচ্চবিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সর্ম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬ জন প্রতিন্ধন্ধির মাঝে ৪ জন নির্বাচিত হন। ২৬৩ ভোট পেয়ে আবদুল জাহের মানিক প্রথম, ২৫৭ ভোট পেয়ে মোহাম্মদ উল্যাহ তানসেন দ্বিতীয়, ২০৭ ভোট পেয়ে দিদারুল ইসলাম তৃতীয়, ১৯৯ ভোট পেয়ে দ্বীন মোহাম্মদ চতুর্থ স্থান অর্ধিকার করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন নির্বাচন সুষ্ঠু হওয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, পুলিশ প্রশাসন, সাংবাদিক, বিদ্যালয়য়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ সকলকে অভিনন্দন জানান।