পিংকি আক্তার (১১), পিতা মানিক হোসেন প্রকাশ মানিক চাঁদ, দুই মেয়ে এক ছেলে নিয়ে হতদরিদ্র মানিক চাঁদের বসবাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রি গ্রামের লাঙ্গলী বাড়িতে। হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ে পরিবারটির মাঝে নেমে আসে অন্ধকার। গরিব হওয়ায় লম্পটরা নজর দেয় তার ছোট কন্যাশিশু পিংকি আক্তারের দিকে। কান্নাজড়িত কন্ঠে পিংকির মা জয়গনি বেগম জানান, আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুড়ায়। এসুযোগে লম্পটরা আমার অবুঝ সন্তানকে ভুলিয়ে বালিয়ে তার এতবড় সর্বনাশ করেছে। ভুক্তভোগি পিংকির সাথে আলাপ করলে সে জানায় একই বাড়ির প্রতারক খলিলের ছেলে লম্পট আলী হায়দার মনা (২১) প্রথম ধর্ষণ করে, পরবর্তীতে তার ভাই লম্পট আমির হোসেন হেঞ্জা (২২), জুয়েল (২৭) পিতা নুর ইসলাম ও একই বাড়ির জামাই সোহেল (২৮) তাকে ধর্ষণ করে। সোহেলের বাড়ি দিনাজপুর জেলায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, সোহেল দিনাজপুরেও বড় ধরনের ঘটনা ঘটিয়ে এখানে এসেও অপকর্ম করে যাচ্ছে। মামলা বা কোথাও অভিযোগ না দিতে অসহায় গরিব পরিবারটিকে লম্পটদের হুমকি-ধমকি অব্যাহত রয়েছে বলেওে অভিযোগ করে। এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মো. শাহজাহানের সাথে আলাপ করলে তিনি জানান- আমি ঘটনাটি শুনেছি, হতে পারে কারও ভয়ে আমার কাছে অভিযোগ দিতে আসেনি। ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমানকে বিষয়টি সাংবাদিকরা মোবাইলে জানালে তিনি বলেন- বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।