চিরিরবন্দরের গমিরা বাজারে চোরের কাছ থেকে টাকার ভাগ নেয়ার অপপ্রচারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গমিরা গুচ্ছগ্রামের আনুমানিক ২ শতাধিক জনতা গতকাল ২০ অক্টোবর রোববার সকাল ১১ টায় চিরিরবন্দর থানার সামনে অবস্থান নিয়ে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে। এ ঘটনাটি গত ১৯ অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার পুনট্ট্রি ইউনিয়নের গমিরা বাজারে ঘটেছে। থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসে উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে।
এলাকাবাসি সুত্রে জানা গেছে, গমিরা বাজার এলাকার আবদুর রহিম মাষ্টারের বাড়ি থেকে তার বাড়ির কাজের লোক নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করলে জানাজানি হলে গোপনে মিমাংসা করা হয়। এতে কিছু সুযোগ সন্ধানী ব্যাক্তি এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে চোরের টাকা ভাগ নিয়ে চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অপপ্রচার চালায়। এই অপপ্রচার জানতে পেরে ওই ইউপি সদস্য বাজারে এসে অপপ্রচারকারি সন্দেহে রবিউল নামে একজনকে বেদম মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা প্রতিবাদ জানালে ইউপি সদস্য লোকমান তার গ্রামবাসিকে জানায়, তাকে আটক করে রেখেছে গমিরার লোকজন। এমন সংবাদে তুলশীপুর গ্রামের ২/৩ শত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ও সরকারি রাস্তার গাছ ভেঙ্গে গমিরাবাজারে আক্রমণ করে। এতে দু গ্রামবাসির মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং ডাঃ মাহবুরসহ অন্তত ৫ জন আহত হয়। চিরিরবন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসে উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ ঘটনার জের ধরে গমিরা গুচ্ছগ্রামের আনুমানিক ২ শতাধিক জনতা চিরিরবন্দর থানার সামনে অবস্থান নিয়ে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি দেয়।