বরগুনায় রোববার ভোররাতে ১ হাজার পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
সদর থানার এসআই ওবায়দুল জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্তি পুলিশ সুপার মোঃ শাহজাহান ও সদর থানার ওসি আবির মোহম্মদ হোসেনের নেতৃত্বে বরগুনার সদর রোডের গোল্ডেন হোটেলে অভিযান চালিয়ে ইদ্রিস আহম্মেদ ও আঃ রব নামের দুই জনকে ১ হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃত ইদ্রিস চট্রগ্রামের ফজলু আহম্মেদের পুত্র আঃ রবের বাড়ীও চট্রগ্রামে তার পিতার নাম আঃ রশিদ মিয়া। দীঘ্যদিন যাবৎ তারা ইয়াবার চালান নিয়ে আসছে ইদ্রিসের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। সদর থানার ওসি আবির মোহম্মদ হোসেন জানান, আসামীদের কারাগারে প্রেরনের প্রক্রিয়া চলছে।