ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামে দ্বীপ হ্যাচারীর একটি পুকুরে রাতের আঁধারে কে বা কাহারা বিষ দিয়ে প্রায় ৬ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা।
দ্বীপ হ্যাচারী পরিচালক মো. খোকন জানান, তার হ্যাচারীর পুকুরে বিভিন্ন দেশী প্রজাতির মাছের পোনা চাষ করে আসছিলেন। শনিবার (১৯ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফাকে অবহিত করলে তিনি মাছের খামারটি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। গৌরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরি বলেন মৎস্য চাষী খোকন একজন সফল চাষী হিসেবে এলাকায় সুনাম রয়েছে এ ছাড়া তিনি পোল্ট্রি খামারেও সফলতা অর্জন করেছে। এ ঘটনায় তার অপূরনীয় ক্ষতি হয়েছে।