সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সমকালকে এ তথ্য জানান।
তিনি জানান, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই নিয়োগ দিয়েছেন। নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার নব নিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাবেন বলেও জানান রেজাউল করিম।