পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে নদী থেকে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য বিভাগ, কাউখালী থানা ও নৌ-পুলিশের যৌথ অভিযানে শনিবার সুবিদপুর এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় ১১হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, সাত কেজি ইলিশ ও নৌকা জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে মো. শাহজালাল (৩১), মেহেদী (২২), আল-আমিন (১৯)। গত শনিবার রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক তাদের কারাদ- দেন।
জব্দকৃত এসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জব্দকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয়।