কুড়িগ্রামের রৌমারীতে জেমি আক্তার (১৩) নামে ৮ম শ্রেণি পড়-য়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) উপজেলার চর শৌলমারী ইউনিয়নের উত্তর খাউরিয়ার সুখেরচরে একটি কাঁশবনের ভিতরে মরদেহটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। নিহত জেমি আক্তার উত্তর খাউরিয়া গ্রামের শাহ আলম প্রামাণিকের মেয়ে। সে পাখিউড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, বুধবার সকালে বাড়ী থেকে পাখিউড়া উচ্চবিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় সে। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে ওইদিন রাতে রৌমারী থানায় একটি সাধারণ ডায়রী করেন মেয়ের বাবা। শনিবার বিকেলে সুখেরচর কাঁশবন থেকে শিক্ষার্থীটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরৎহাল শেষে রাত ৮টায় রৌমারী থানায় মরদেহ নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার কর্মকর্তা ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, মৃতের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগামিকাল (রোববার) ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।