নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রচারনা শুরু করেছেন। প্রত্যেক প্রার্থীই তাদের রাজনৈতিক পরিচিতি তুলে ধরছেন। সাবেক ছাত্রনেতা শেখ সাজ্জাদ হোসেন মুন্না উপজেলা আওয়ামী লীগের চলমান কমিটির যুগ্ন-সাধারন সস্পাদক ও নড়াইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য। ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী।
২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা, উপজেলা ও কেন্দ্রীয়ভাবে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের যে সিদ্ধান্ত নিয়েছেন তারই অংশ হিসাবে লোহাগড়াতেও সম্মেলন অনুষ্ঠিত হবে। মুন্না বলেন, প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী নেতৃত্ব বাছাই হবে। সুখী,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর রূপকল্পে সামিল হয়ে আওয়ামী লীগকে লোহাগড়া উপজেলায় অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। নতুন প্রজন্ম যাতে সন্ত্রাস,মাদকমুক্ত পরিবেশে গড়ে উঠতে পারে সেই লক্ষে কাজ করবো। ছাত্রলীগ, যুবলীগসহ দলের সকলকে ঐক্যবদ্ধ করে লোহাগড়াকে রাজনীতির মডেল হিসাবে দাঁড় করাতে পারবো। মুন্না তৃণমূলসহ রাজ পথের পরীক্ষিত বঙ্গবন্ধুর সৈনিক ও মুক্তিযোদ্বা পরিবারের সন্তান।