কুড়িগ্রামের রাজারহাটে শনিবার রাতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ট্রাক শ্রমিকের উপজেলা সভাপতি সহ ৩জনকে আটক করেছে।
ডিবি পুলিশ জানায়, রাজারহাট উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে মাদক বেচা-কেনা হয়। এমন তথ্যের ভিত্তিতে ১৯অক্টোবর শনিবার রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ নুর আমিন(৩৮), উপজেলা ছাত্রলীগের সদস্য গোপাল চন্দ্র( ২৫) ও ছাত্রলীগ কর্মী সুমন মিয়া(২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও নেশাজাতীয় মাদক দ্রব্য পাওয়া যায়। আটক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি উপজেলার চাকিরপশার ইউনিয়নের নীলের কুটি গ্রামের মৃত আঃ কাদেরের পুত্র। গোপাল চন্দ্র একই ইউপির পাঠক মৌজার মৃত খগেন চন্দ্রের পুত্র এবং সুমন চাকিরপশার তালুক গ্রামের মৃত আঃ হামিদের পুত্র বলে জানা গেছে। আটককৃত ৩জনকে কুড়িগ্রাম ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে বিষয়টি ডিবির ওসি মো. মোখলেসুর রহমান নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের হয়েছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সুমন কুমার রায় বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।