প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ পেলেন ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা আহসান আরা। শনিবার সকালে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে শ্রেষ্ট শিক্ষা কর্মকর্তা পদক তুলে দেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম তানভির আরাফাত।
গত বছর ১১ নভেম্বর আহসান আরা শিক্ষা কর্মকর্তা হিসেবে ভেড়ামারা উপজেলায় যোগদান করেন। এরপর থেকেই তিনি শিক্ষার মান উন্নয়ন, পঠন, লিখন শৈলী মা সমাবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি সবকিছুতেই অমুল পরিবর্তন আনেন। ভাল শিক্ষার জন্য তিনি শিক্ষকদের এবং অভিভাবকদের বিভিন্ন বিষয়ে সুচিন্তিত পরামর্শ দেন। বর্তমানে ভেড়ামারা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মান অন্য সকল উপজেলার চেয়ে শতভাগ ভাল। তার এই কৃতিত্বের স্বরুপ তিনি জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ পেলেন।