কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, মাদক আমাদের জন্য অভিশাপ। অভিশাপে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন বিপর্যস্ত। এর থেকে আমাদের পরিত্রান পেতে হবে। এজন্য প্রয়োজন অভিভাবকদের সচেতন হওয়া। তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সদিচ্ছা প্রয়োজন। মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিচালক নুরুজ্জামান শরীফ, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পি পি এম বার, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আল বেরুনী, ও কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার প্রমুখ। সন্ধ্যার পরে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন খ্যাতনামা শিল্পী দিলসাদ নাহার কনা।