চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত লুটপাট, ভাংচুর এবং এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ২টায় পাহাড়লীর আবদুর পাড়ার বাবুল মেম্বারের বাড়ীতে ওই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে রাতেই চট্টগ্রাম পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নূর জাহান বেগম জুলি নামের এক গৃহবধূ।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাগেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা বাবুল মেম্বারের আবদুর পাড়াস্থ নিজ বাড়ীতে ১২-১৩জনের একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে অতর্কিত ঢুকে পড়েন। এরপর বাসার মূল্যবান মালামাল ভাংচুর, শিশুদের মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা। একপর্যায়ে ওই বাসার পাশেই বাবুল মেম্বারের মেয়ে নূর জাহান বেগম জুলির বাসায়ও তারা তালাভেঙ্গে ঢুকে পড়েন। পরে সেখান থেকে ২০ভরি স্বর্ণ, নগদ ৫০হাজার টাকা এবং ২টি মোবাইল সেট লুট করেন তারা। এই ঘটনার প্রতিবাদ করলে যাওয়ার সময় তারা বাবুল মেম্বারের ছেলে রুবেলকে(২৯) অপহরণ করে নিয়ে যায়। পাহাড়তলী থানায় রাতে যোগাযোগ করলে এমন ধরনের ঘটনায় থানার কোন সদস্য জড়িত নয় বলে থানা পুলিশ জানিয়েছেন। ঘটনার সময় বাবুল মেম্বার ফইল্ল্যাতলী বাজারে এবং তার মেয়ে নূর জাহান বেগম জুলি পটিয়ায় স্বশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ছিলেন। এ খবর পেয়ে তারা দ্রুত বাসায় ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ শুণে হতবাক হয়ে যান।
সংবাদ পেয়ে আশপাশের শতশত নারী-পুরুষও জড়ো হন সেখানে। এরপর রাতেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে নূর জাহান বেগম জুলি চট্টগ্রাম পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন। এদিকে খবর পেয়ে স্থানীয় ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিনা খানমসহ আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দোষীদের আটক এবং রুবেলকে উদ্ধারের জন্য প্রশাসনের ওপরের মহলের হস্তক্ষেপ কামনা করেন। নূরজাহান বেগম জুলির স্বামী এয়াকুব আলী সৌদী প্রবাসী। জুলি সাংবাদিকদের বলেন, প্রকাশ্যে এমন ধরণের ঘটনায় আমরা মর্মাহত। আমার বাবা বাবুল মেম্বার সমাজে একজন ভাল মানুষ হিসেবে পরিচিত। কারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে প্রশাসন চিহিৃত করে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।