দিনাজপুরে গ্রামীণ ফোনের গ্রাহকের নিকট প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হুমায়ুন কবির গত ১৪ অক্টোবর-১৯ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪, চিরিরবন্দর, দিনাজপুর এর নিকট আবেদন জানিয়েছেন। মামলার আসামি করা হয়েছে গ্রামীণ ফোনের সিইও মাইকেল ফোলি ও দিনাজপুর কাস্টমার কেয়ার ম্যানেজার কাজী আনোয়ার দ্বয়কে। বিচারক বিশ্বনাথ মন্ডল পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী ধার্য্য তারিখ ২৫ নভেম্বর-১৯ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪, চিরিরবন্দর, দিনাজপুর এর সি.আর. মামলা নং ৩৪৫/১৯ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাসান আলীর পুত্র হুমায়ুন কবীর তাঁর পিতার ০১৭৮৪১০৮১১০ নম্বর নিবন্ধিত সীম দিয়ে নিকট আত্মীয় ও মামলার স্বাক্ষী মোশারফ হোসেন এর ০১৭২৯৪৫৭০৯৫ নম্বর সীমে ০৭ মিঃ ০৭ সেঃ কথা বললে ১৮ টাকা ব্যালেন্স হতে গ্রামীণ ফোন কেটে নেয়। অর্থাৎ কল করার পূর্ব মুহুর্তে ব্যালেন্স ছিল ৪২৭.২৯ টাকা আর কল শেষে ব্যালেন্স হয় ৪০৯.২৯ টাকা। অথচ গ্রামীণ ফোনের ০১ সেপ্টেম্বর-১৯ তারিখে ৯৯ টাকা দিয়ে ১৬০ মিনিট টক টাইম করা ছিল, যার মেয়াদ ০৭ সেপ্টেম্বর-১৯ পর্যন্ত এবং ওই প্যাকেজ এর ৬১ মিনিট অবশিষ্ট ছিল। পরবর্তীতে বাদী ১২১ নং এ কল দিয়ে কথা বললেও গ্রামীণ ফোনের নিকট হতে কোন সদুত্তর পাননি। পরের দিন বিকাল ৪ টায় গ্রামীণ ফোনের দিনাজপুর কাস্টমার কেয়ারের ম্যানেজারের সাথে কথা বললে তিনি ওই নম্বরের কল হিস্ট্রি চেক করে ত্রুটির বিষয় স্বীকার করেন। বাদী সংশ্লিষ্ট ম্যানেজারের নিকট কল হিস্ট্রির হার্ড কপি চাইলে নিয়মের অজুহাতে এড়িয়ে যান এবং ভবিষ্যতে তেমন ঘটনা ঘটবে না মর্মে আশ্বস্ত করেন। ০৮ সেপ্টেম্বর-১৯ আসামীদ্বয়কে বাদী নিযুক্তীয় অ্যাডভোকেট মাধ্যমে উকিল নোটিশ করেন এবং আসামীদ্বয় নোটিশ প্রাপ্তির পরও কোন জবাব প্রদান করেননি। এমতাবস্থায় বাদীসহ গ্রামীণ ফোনের সীম ব্যবহারকারী ৭ কোটি গ্রাহকের সরল বিশ্বাস ভঙ্গ করে সু-কৌশলে প্রতারণা পূর্বক অত্যাধুনিক টেকনোলজির অপব্যবহার করে দঃ বিঃ ৪০৬/৪২০ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে বা করে আসতেছে এবং বাংলাদেশের অধিকাংশ জনগণ গ্রামীণ ফোন কর্তৃক ভিকটিমাইজিং অব্যাহত রয়েছে মর্মে উল্লেখ করে আসামি দ্বয়ের বিরুদ্ধে মামলাটি গ্রহণ পূর্বক গ্রেফতারী পরওয়ানা জারীর আদেশসহ প্রয়োজনীয় আদেশ দানের আবেদন জানান। বিচারক বিশ্বনাথ মন্ডল পিবিআইকে তদন্তের আদেশ দিয়ে মামলার পরবর্তী ধার্য্য তারিখ ২৫ নভেম্বর-১৯ নির্ধারণ করেছেন মর্মে বাদীর নিযুক্ত জজ কোর্ট দিনাজপুরের আইনজীবী মোঃ ইউসুফ আলী-২ নিশ্চিত করেছেন।