সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিস্ট নীতিমালা প্রনয়নসহ ৫দফা দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর শাখা।
শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া দিনাজপুর শাখার সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারন সম্পাদক জোবায়দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে প্রায় ২লাখ ৩০হাজার মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অধিকার প্রতিষ্ঠা করে ৫দফা দাবী বাস্তবায়ন করে চোখের পানি মুছে দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, ৫দফা দাবী হলো-সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিস্ট নীতিমালা প্রনয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান ।