ময়মনসিংহের গফরগাঁওয়ে দূর্নীতি বিরোধী গনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে টাংগাব ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম মাহমুদ ফারুকী, সুলতান আহমেদ, ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান, মৌলানা মোঃ আতিক উল্লাহ, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হেলিম, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ রানা প্রমূখ।