পিরোজপুরে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খনের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার ফুটবলের গোল্ড কাপ ২০১৯ উপলক্ষ্যে ১৯ অক্টোবর শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামের মিলণায়তনে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মওলা নকীব, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম.তানভীর আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ পুলিশ সুপার গোল্ডকাপের আয়োজন করা হয়েছে। এতে জেলার ৭টি উপজেলার ৭ টি ফুটবল দল ও পিরোজপুর জেলা পুলিশের ১ টি দল অংশগ্রহন করবে। এ খেলা ২ টি গ্রুপে বিভক্ত হয়ে ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে ।