জামালপুরের মেলান্দহের সিনহা ইসলাম মাইশা শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছে। ১৮ অক্টোবর ঢাকা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আনুষ্ঠাকিভাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তফা জব্বার মাইশাকে পুরস্কার-ক্রেস্ট প্রদান করেন। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে মাইশা চ্যম্পিয়ন হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের কার্যনির্বাহী সভাপতি মো. আব্দুস সালাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো: জাফর উদ্দিন, কবি নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন-ময়মনসিংহ সাস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী।
মাইশা মেলান্দহ পৌরসভার শাহাজাতপুর গ্রামের শাহীন মিয়া এবং মোর্শেদা আক্তারের মেয়ে। সে জামালপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ে। মেলান্দহ উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে মাইশার সাংস্কৃতিক অঙ্গনে পদার্পন। মাইশা এবং তার মা মোর্শেদা আক্তারও একজন কণ্ঠ শিল্পী।