নেত্রকোণার কলমাকান্দায় রংছাতী ইউনিয়নের কৃষ্ণপুর খালের উপর একটি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১০ গ্রামের মানুষ। যোগাযোগের সমস্যার কারণে শিক্ষার্থীরা ও রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়।
সরেজমিনে খোজঁ নিয়ে জানা গেছে ২০০৪ সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নির্মিত ইউনিয়নের রংছাতী মোড় থেকে কৃষ্ণপুর বাজার প্রায় ৪ কিলো: সড়কের খালের উপর একটি কংক্রিট ব্রিজ তৈরি হয়েছে। তবে ২০১০ সালে বন্যার সময় ব্রিজ ভেঙে পড়ে। বারবার অনুরোধ করা সত্ত্বেও জনগণের দুর্ভোগ লাঘব করতে ব্রিজসহ সড়ক নির্মাণের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষ এখনও কোনও পদক্ষেপ নেন বলে জানান গ্রামবাসী।
স্থানীয় ইউপি সদস্য মো. আক্কাস আলী জানান অন্য কোন বিকল্প রাস্তা নেই। প্রায় নয় বছর ধরে স্থানীয়রা প্রতি বর্ষাকালে ভাঙা ব্রিজের পাশে অস্থায়ী বাঁশের সাকো তৈরি করে এবং ঝুঁকির মধ্যে দিয়ে পারপার হতে হয়। তিনি আরো জানান ব্রিজের দুপাশে দুটি উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে। কৃষ্ণপুর বাজার, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, রায়পুর, বিশাউতি, বানাইকোনা, বুড়িমারীসহ ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ। ওই গ্রামগুলোর মানুষ কলমাকান্দা ও নেত্রকোণায় যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন।
ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন জানান ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো ব্যবহার করে প্রতিদিন গর্ভবতী মায়েরা ও শিশু রোগী চিকিৎসার জন্য ক্লিনিকে যান। ব্রিজটি ভেঙে যাওয়ার পরে রাস্তা দিয়ে কৃষিজাত পণ্য বহন করা খুব কঠিন। প্রতিনিয়ত ঘটছে দুঘটনা।
কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন কোমলমতি শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রায় সময় বাঁশের সাকো দিয়ে পার হওয়ার সময় কোমলমতি শিক্ষার্থীরা পানিতে পড়ে যায়। বর্ষাকালে শিক্ষার্থীর উপস্থিতি হার কমে যায়। তারা স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে কয়েকবার অবহিত করেছেন কিন্তু এখনও কার্যকর কোন উদ্যোগ দৃশ্যমান হয়নি।
উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ৩৪ লক্ষ টাকার ব্যায়ে ওই সড়ক সংস্কারসহ একটি ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু এখনও কোনও সাড়া না পাওয়া যায়নি জানান ওই কর্মকর্তা।