জাহালাম কা-ের মত দেশে আরেকটি ঘটনা ঘটনা ঘটেছে। বিনা দোষে একজন মানুষকে দুই মাস কারাভোগ করতে হয়েছে। এ ছাড়া ভোগান্তির শিকার হতে হয়েছে ১৭ বছর। তদন্তকারী কর্মকর্তা ও আইনজীবীর গাফিলতির কারণে বাবুল শেখ নামের এক নির্দোষ মানুষকে জেল খাটতে হয়েছে বলে জানা গেছে।
৫৬ বছর বয়সী বাবুল নাটোরের সিংড়া উপজেলার আচলকোট গ্রামের ইয়াকুব আলীর ছেলে। গত বৃহস্পতিবার তাকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক। নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে ২০০১ সালের ১৫ এপ্রিল একটি মারামারির মামলায় শ্রী বাবু নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। আসামি শ্রী বাবুকে গ্রেফতার না করে পুলিশ বাবুল শেখকে গ্রেফতার করে ২০০২ সালের ৭ নভেম্বর। পুলিশ বাবুল শেখকে আদালতে পাঠায় শ্রী বাবু নামে। বাবুলের আইনজীবী বিষয়টি আদালতকে অবহিত না করে শ্রী বাবু পরিচয়েই তার জামিন করান। পরে ওই পরিচয়েই আদালত অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণ করে। ২০১৬ সালের ২৩ জুন নাটোরের মুখ্য বিচারিক হাকিম তাকে দুই বছর সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা করে। তাকে কারাগারে পাঠানো হয়। তিনি জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। আদালত তাকে জামিন দেন। শুনানি শেষে বৃহস্পতিবার বাবুল শেখকে মামলা থেকে অব্যাহতির রায় দেন আদালত।
রায়ে বলা হয়, বাবলু শেখ বহুল আলোচিত ‘জজ মিয়া’ ও ‘জাহলমে’র প্রতিচ্ছবি। তিনি বংশপরস্পরায় একজন মুসলিম হলেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা শ্রী বাবু হিসেবে তাকে গ্রেফতার করে দায়িত্বে চরম অবহেলা করেছেন। গ্রেফতারের পর তৎকালীন ওসি ফারুক হোসেন আসামিকে পরীক্ষা না করেই চালান বইয়ে স্বাক্ষর করে অন্যায় করেছেন। আদালতের নথিতে রহস্যজনকভাবে ওই চালানের কপি সংযুক্ত নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট আদালতও পদক্ষেপ নেয়নি। অভিযোগপত্র দেওয়ার সময় তদন্ত কর্মকর্তা এসআই মোমিনুল ইসলাম ও এসআই হেলেনা পারভিন ভুল আসামি গ্রেফতারের বিষয়টি যাচাই-বাছাই করেননি। আইনজীবী বিষয়টি অবগত হলেও সে ব্যাপারে আদালতে প্রতিকার চেয়ে তথ্য-প্রমাণসহ দরখাস্ত না করে তারা ভুল নামেই বাবুল শেখের জামিন করিয়েছেন। বাবলু শেখকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তদন্তকারী পুলিশ কর্মকর্তা, থানার ওসি ও গ্রেফতারে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বিনা অপরাধে বাবুল শেখের কারাভোগের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মানুষের আস্থা থাকলেও সম্প্রতি কিছু ঘটনা মানুষের মনে ভিন্ন প্রশ্নের উদয় ঘটেছে। এর আগে বিনা দোষে জেল খেটেছেন জাহালাম নামের একজন নিরাপরাধ ব্যক্তি। তিনি জেল খেটেছেন দুদকের ভুলে। আর এই বাবুল শেখের কারাভোগ তার আইনজীবী ও মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে।
একজন নিরাপরাধ ব্যক্তিকে কেন কারাভোগ করতে হলো, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন ও এর প্রতিকার নিয়ে ভাবাও জরুরি। আমরা মনে করি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা দরকার। রাষ্ট্রের প্রতিটি নাগরিকই গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাবুল শেখের মত ঘটনা আর কারও জীবনে যেন না ঘটে। বাবুল শেখের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালত যে নির্দেশ দিয়েছেন, দ্রুত সেই উদ্যোগ দেখতে চাই।