কুষ্টিয়ার দৌলতপুর ুবাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি দৌলতপুর শাখার উদ্যোগে সম্পতি বাংরাদেশ পরিবার পরিকল্পনা অধদপ্তর কর্তক সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণী চিহ্নিত কারা প্রতিবাদে দৌলতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সামনে এবং দৌলতপুর উপজেলা পরিষদের মেন গেটের সামনে ব্যানার সহ বৃহস্পতিবার দুপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে মাননীয় প্রধান মন্ত্রী কর্ত্তক এ শ্রেণী প্রর্থী উঠিয়ে দেয়া সত্বেত্ত চতুর্থ শ্রেণীর চিহ্নিত কারা পরিবার কল্যাণ সমিতির সভাপতি মোছাঃ ফাহিমা খাতুননের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতি থেকে বক্তব্য রাখেন ওই সমিতির সাধারন সম্পাদক জুলেখা খাতুন কোষাধ্যক্ষ্য সিতারা বানু, জেলা শাখার সাধারন সাম্পদক ফরিদা ইয়াসমিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিনা খাতুন রাফেজা খাতুন, প্রমুখ