আসন্ন হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে প্রার্থী হচ্ছে হাজী আক্তার হোসেন। সে লক্ষ্যে আজ কর্মী সমর্থক নিয়ে ইউনিয়নটির বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন তিনি।
হাজী আক্তার হোসেন জানান, গত কয়েক বছর ধরে হোসেন্দী ইউনিয়নে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় এক ইউপি সদস্য, ছাত্রলীগ সহ নিহত হয়েছে ৭ জন এসব ঘটনায় আহত হয় শতাধিক। প্রতিটি নির্বাচনের আগেই রাজনৈতিক কারণে অশান্ত হয়ে উঠে হোসেন্দীর পরিবেশ তবে এ চিত্র একেবারে পাল্টে দিতে চান তিনি। তিনি জানান, হোসেন্দী ইউনিয়ন নিয়ে মহা পরিকল্পনা রয়েছে তার। ভূমিদস্যু, সন্ত্রাস, মাদক মুক্ত হোসেন্দী গড়তে চান তিনি। আগামি ইউপি নির্বাচন মাত্র একটি বছর বাকী থাকায় নিজের সক্ষমতা প্রমাণে জনগণের কাছে একটি বছর সময় প্রার্থনা করেন তিনি।
হাজী আক্তার হোসেন হোসেন্দী ইউনিয়নের রঘুর চর গ্রামের মৃত আবদুল মজিদ ব্যাপারীর ছেলে। আবদুল মজিদ বেপারী হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক। বাবার হাত ধরেই রাজনীতিতে যুক্ত হন হাজী আক্তার হোসেন। বর্তমানে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য তিনি।
উল্লেখ, গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।