নড়াইলের লোহাগড়ার সিংগা গ্রামে শিশু রমজান শেখ(৭) হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার মামলা দায়ের করা হয়েছে। এদিকে, শুক্রবার সকালে নড়াইলের পুলিশ সুপার সিংগা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, রমজান সিংগা-মশাঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। গত বুধবার সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার সন্ধ্যার আগে তার লাশ পাওয়া যায় শিশুটির পিতা ও নানার বাড়ি পাশর্^বর্তী বাগানে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
শিশুর নানা ও আত্মীয়রা জানায়, শিশু রমজানের মা বুদ্ধিপ্রতিবন্ধি মাবিয়ার সঙ্গে বিবাহিত ইলিয়াস শেখের অবৈধ সম্পর্কের জেরে রমজানের জন্ম হয়। মাবিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকার মানুষের চাপে ও আদালতের সিদ্ধান্তে ২০১৩ সালের ৬ জুন কাবিনের মাধ্যমে মাবিয়াকে বিয়ে করেন ইলিয়াস শেখ। বিয়ের পর কখনো মাবিয়াকে নিজ ঘরে তোলেনি ইলিয়াস। মাবিয়া পিতার বাড়িতেই থাকতেন। এরইমধ্যে নানা বাড়িতেই রমজানের জন্ম হয় এবং সর্বশেষ সেখানেই তার বেড়ে ওঠা। রমজানের জন্মের পরে মাবিয়াকে তালাক দেন ইলিয়াস শেখ। রমজানের ভরণ-পোষণের দাবি করে রমজানের নানার দায়েরকৃত মামলায় আদালত প্রতিমাসে ৫ হাজার টাকা রমজানকে দিতে ইলিয়াসকে আদেশ দেন। এরপর দেড় বছর বয়সে রমজানের মা রোগ-শোকে মারা যান। মাত্র কয়েক মাস ইলিয়াস শেখ রমজানের খরচের টাকা দিয়েছেন। অনেক মাসের টাকা বাকি থাকায় গ্রেপ্তারি পরওয়ানায় কারাগারে যেতে হয় ইলিয়াস শেখকে। সর্বশেষ বকেয়া টাকার পরিমাণ লাখের উপরে। প্রথম স্ত্রী তহমিনা বেগমকে নিয়েই বসবাস করতেন ইলিয়াস শেখ।
শিশুটির খালা লাকীসহ অন্যরা বলেন, রমজান বেঁচে থাকলে তাকে টাকা ও জমিজমার ভাগ দিতে হবে। সে কারনেই রমজানকে পরিকল্পিতভাবে তার পিতা ও সৎ মা হত্যা করেছে। প্রতিবেশি মোতালেব শেখ প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
অভিযোগ রয়েছে, থানায় এন্ট্রি হওয়া এজাহারে আসামীদের নাম অজ্ঞাত রাখা হয়েছে তা মামলার বাদি হবিবর রহমান শেখ নিজেই জানেননা। তিনি সাংবাদিকদের বলেন, এজাহারে ১ নং আসামি হিসাবে শিশুটির পিতা ইলিয়াস শেখ এবং ২ নং আসামি হিসাবে শিশুর সৎ মা তহমিনা বেগমের নাম ছিল। অথচ থানায় নথিভূক্ত হওয়া এজাহারে দেখা যায় কোন আসামীদের নামই উল্লেখ নেই। এ ঘটনায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে, রমজানের লাশ পুলিশ উদ্ধারের পরে সৎ মা তহমিনা নিখোঁজ রয়েছেন।
নিহত রমজানের নানা হবিবর রহমান শেখ শুক্রবার সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার রাতে শিশুর পিতা ইলিয়াস শেখ ও সৎ মা তহমিনা বেগমকে আসামি করে থানায় এজাহার জমা দিয়েছিলাম। অথচ এখন শুনছি এজাহারে ওই দুজনের নাম নাই। বাদি ন্যায় বিচার প্রার্থনা করেছেন।
লোহাগড়া থানার ওসি মোঃ মোকাররম হোসেন জানান, বাদির দেয়া লিখিত এজাহারই এন্ট্রি করেছি। এজাহারে আসামি অজ্ঞাত ছিল। লোহাগড়া থানার ওসি তদন্ত আমানুল্লা -আল বারী জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া শিশুর পিতা ইলিয়াস শেখ ও আপন মামা ইউছুফ শেখ কে এ মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে আদালতে প্রেরণ করা হবে। শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পি,পি,এম(বার) বলেন, সঠিক তদন্ত করেই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। প্রকৃত শিশু হত্যাকারী ধরা পড়বে। মামলাটি তদন্ত করবেন এসআই মিলটন কুমার দেবদাস।