স্কুল পড়ুয়া শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠা "আলোর পথে" সংগঠনটি সফলতার সাথে ৩টি বছর শেষ করে ৪র্থ বছরে পদার্পণ করল। ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের কারমাইকেল কলেজ মাঠে পথ শিশুদের সাথে খেলাধূলার মাধ্যমে কিছু সময় আনন্দে পার করে আলোর পথে'র সদস্যরা। সংগঠনটি স্কুল পড়ুয়া শিক্ষার্থীর হাত ধরে ২০১৬ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। আলোর পথে'র উদ্দেশ্য গরিব মেধাবি শিক্ষার্থীদের সাহায্য করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে নির্দিষ্ট এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহায়তায় প্রকৃত গরিব মেধাবি শিক্ষার্থীদের নিয়মিত সাহায্য করে আসছে আলোর পথে। এপর্যন্ত রংপুরসহ কাউনিয়া ও গংগাচড়া উপজেলায় মোট ১০৪ জন গরিব মেধাবি শিক্ষার্থীকে ৬ মাসের শিক্ষা সামগ্রী দিয়েছে সংগঠনটি। তাছাড়া ঈদুল ফিতরে পথ শিশুদের নতুন পোশাক দিয়ে থাকে আলোর পথে।