বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে শুক্রবার রংপুর রামমোহন ক্লাবে রংপুর-রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীর, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ আকবর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাজা রামমোহন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মনোয়ার হোসেন। এত সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি রংপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন।
বক্তারা বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সকল সেক্টর। উন্নয়ন বাস্তবায়ন ও গতিশীল রাখতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের একটি ভুমিকা রয়েছে, কিন্তু অন্যান্য দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও গ্রেড উন্নীত হলেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীত হয়নি। আমরা অবিলম্বে পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীত চাই এবং সেটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
রংপুর ও রাজশাহী বিভাগীয় সম্মেলনে রংপুর ও রাজশাহী বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারীরা এতে অংশ নেন। সম্মেলন সঞ্চালনা করেন রোকসানা পারভীন ও মাসুদা খায়রুন নাহার।