দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে ওই গৃহবধুর পিতা। এ মর্মান্তিক হত্যাকান্ডটি উপজেলার ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি গ্রামের মহির চেয়ারম্যানপাড়ায় গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর বাঙ্গালপাড়া গ্রামের আবদুল সালামের মেয়ে সালমা খাতুনের সাথে ২ বছর পূর্বে ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি গ্রামের আবদুল জব্বারের ছেলে সৌদি প্রবাসী শরিফুল ইসলামের কোর্ট ম্যারিজের মাধ্যমে এবং পরে পারিবারিকভাবে ২ লাখ টাকা যৌতুক ধার্য করে বিয়ে হয়। বিয়ের ৬ মাস পরেই শরিফুল ইসলাম সৌদি আরবে পাড়ি জমায়। এরপর থেকেই সালমার সাথে বিভিন্ন সময় শ্বশুর-শ্বাশুরীর সাথে তার মনোমালিন্য হয়। প্রায়ই ঝগড়াঝাঁটি হত। এরই একপর্যায়ে গত ১৭ অক্টাবর দুপুর আড়াইটায় সালমার মরদেহ নিজ শয়নকক্ষে সেলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝোলানো অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যার প্রচারণা চালানো শুরু করে।
লোক মারফত সংবাদ পেয়ে সালমার পিতা আবদুস সালাম মেয়ের শ্বশুড় বাড়িতে এসে তার মেয়ের ঝুলানো মরদেহ দেখতে পান এবং কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আমার মেয়ে নিজে নিজে আত্মহত্যা করলে গলায় লাগানো দড়ি মাথার পিছনে থাকত, কাধের দিকে থাকত না। জিহবা বের হতো, পা ঝুলানো থাকত। কিন্তু আমার মেয়ের পা মেঝেতে লাগানো ছিল। এটা আত্মহত্যা হতে পারে না।
অপরদিকে, শ্বশুর শ্বাশুরী জানান, ওইদিন সকালে আমরা রাধানগরে ডাক্তার দেখানোর জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে যাই। দুপুরে বাড়ি ফিরে বৌমার (সালমার) ঝুলানো মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করি। থানায় পুলিশে সংবাদ দেই। বৌমার সাথে আমাদের সুসম্পর্ক ছিল।
থানার এস আই (উপ পরিদর্শক) আশরাফুল ইসলাম জানান, এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ স্থানীয় লোকজনের সহযোগিতায় নামিয়ে সুরতহাল করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ রিপোর্ট আসলেই প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি থানার একটি সাধারণ ডাইরী রেকর্ড করা হয়েছে।