বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নড়াইল শিশু একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক আনজুমান আরাসহ অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান। জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ রাসেল ১৯৬৪ সালের এইদিনে (১৮ অক্টোবর) ধানম-ির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। এদিকে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে নিহত হয় শিশু রাসেল। বঙ্গবন্ধুকে হত্যার সাথে নির্মমভাবে তাকেও (রাসেল) হত্যা করা হয়। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।