সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে পৌর সদরের থানা সংলগ্ন দলীয় অফিসে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসিকুর রহমান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটুসহ অন্যন্যে সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হেলালের সাংগঠনিক কার্যক্রম না থাকায় তাকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়। একই সাথে ওই পদে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে মাহমুদুল আলমকে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়। যাহা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।