পঞ্চগড়ে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি রেল মন্ত্রী নূরুল ইসলাম সূজন বলেন বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়ার কৌশুলী হিসাবে দায়িত্ব পালন করতে পেরে গর্ব অনুভব করি। কৌশুলী হিসেবে কাজ করার সময় এই হত্যাকান্ডের সবকিছু জেনে শিহরিত হয়েছি। খুনিদের কাছে শিশু রাসেলের কি কোন অপরাধ ছিলো ? হত্যাকান্ডের সময় সে চিৎকার করে মায়ের কাছে যেতে চেয়েছিল।কিন্তু নির্মম খুনিরা তাকে গুলি করে। বক্তব্যে তিনি আরও বলেন রাসেল বেঁচে থাকলে রাষ্ট্রের উন্নয়নে তার ব্যপক ভ’মিকা থাকতো। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,পুলিস সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ সচিব আবদুল আলীম খান ওয়ারেসি, জেলা শিশু কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, শিশুসদনের শিশুরা, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দশ পাউন্ড ওজনের কেক কাঁটা হয়। শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়।