দুর্গাপুরে নবীনলীগের সভাপতি কাউসার তালুকদার(২১) খুনের ঘটনার সাথে জরিত আরও ১ আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সারে দশটার দিকে অভিযান চালিয়ে দুর্গাপুর পৌরসভার বাজার এলাকা থেকে মোঃ জহিরুল(২০)পিতামৃত-আঃ হক,সাং-বাগিচাপাড়া’কে গ্রেফতার করা হয়। মামলার আইও সিনিয়র এস.আই মোঃ আসাদুজ্জামান আসাদ প্রতিনিধিকে বলেন গ্রেফতার কৃত আসামি মোবাইল ফোনের মাধ্যমে খুনের ঘটনায় সহযোগিতা করার প্রাথমিক প্রমান থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হল। উ্েল্লখ যে মঙ্গলবার রাতে দুর্গাপুর পুলিশমোড় এলাকায় এই খুনের ঘটনা ঘটে।