পঞ্চগড়ে এক মাসের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের কামাত পাড়া এলাকার একটি বাড়ির মূল ফটকের সামনে শিশুটিকে ফেলে রাখা হয়। শিশু কুড়িয়ে পাবার খবরটি ছড়িয়ে পড়লে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভীর জমে ওঠে।
কান্নার শব্দ শুনে দরজা খুলতেই বাড়ির মালিক তানিয়া মদক দেখতে পান মাটিতে পড়ে থাকা একটি শিশু চিৎকার করে কান্না করছে। তখন বাজে রাত আট টা। অচেনা অজানা শিশুটিকে দেখে চিৎকার দিয়ে ওঠেন তানিয়া মদক। এ সময় আশপাশের আরও কয়েকজন মহিলা ছুটে আসেন। তারা ফুটফুটে শিশুটিকে কোলে তুলে নেন। মুহুর্তেই লোকজন ছুটে আসে। পরে তানিয়া মদকের স্বামী অশোক চন্দ্র মদক পুলিশকে খবর দেন।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাতে শিশুটির মা শিশুটিকে ওই বাড়ির মূল ফটকের সামনে মাটিতে ফেলে রেখে চলে যায় বলে অনুমান করছে স্থানীয়রা। শিশুটির বয়স ১ মাস। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দত্তক নেয়ার জন্য হাসপাতালে ভীর জমে ওঠে। এ সময় শিশুটিকে এক পলক দেখার জন্য অনেক লোকজন ছুটে আসে। অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। দত্তক নেয়ার আগ্রহীরা শিশুটিকে যত্ন সহকারে লালন পালন করবেন বলে জানান।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সিরাজদৌলল্লা পলিন জানান, শিশুটি সুস্থ্য আছে। শিশুটিকে শিশু ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। পরে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী শিশুটিকে দেখতে আসেন। এ সময় জেলা প্রশাসক জানান দত্তক নেয়ার জন্য অনেকেই ইচ্ছে প্রকাশ করছেন। কিন্তু ’আইনী প্রক্রিয়ার মাধ্যমে দত্তক নিতে হবে। তিনি শিশুটির সকল প্রকার দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছেন।