চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টি স্বর্ণবারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা মো. জয়নাল নামের ওই যাত্রীকে অটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার রিয়াদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জয়নালের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়।
রিয়াদুল ইসলাম জানান, এ সময় লাগেজে থাকা একটি চার্জার লাইটের মধ্যে কৌশলে লুকানো থাকা স্বর্ণবারগুলো জব্দ করা হয়। তাকে আটক করে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়ার স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম এবং এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা।