আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি-গাবতলা খেয়াঘাটে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা খেয়া মাঝির দ্বারা লাঞ্চিত হওয়ার ঘটনা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার বুধহাটা ও কাদাকাটি ইউনিয়নের মহেশ্বরকাটি-গাবতলা খেয়াঘাটটি গুরুত্বপূর্ণ একটি খেয়াঘাট। মহেশ্বরকাটি মৎস্য সেটের কারণে প্রতিদিন এই ঘেয়া দিয়ে শত শত মানুষ পারাপার হয়ে থাকে। এ ছাড়া গাবতলা মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি স্বনামধন্য বিদ্যালয়। বিদ্যালয়টিতে ৪ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। যার মধ্যে ২ শতাধিক শিক্ষার্থী এই খেয়া পার হয়ে স্কুলে যাতয়াত করে থাকে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ খেয়াঘাটে উঠানামার পথ প্রাথমিক ভাবে নির্মান কাজ করিয়েছিলেন। খেয়াঘাটে দু’জন মাঝি মাসে ১৫ দিন অন্তর দায়িত্ব পালন করে থাকে। এর একজন উত্তর চাপড়া গ্রামের ফজলু সানার পুত্র মিঠুন সানা। সে তার দায়িত্বের সময় ইচ্ছেমত পারাপার করে থাকে। দেরিতে আসে এবং সন্ধ্যা হওয়ার অনেক আগেই চলে যায়। ফলে মানুষ খেয়াঘাটে এসে ভোগান্তির শিকার হয়। প্রতিবাদ করলে কিংবা ডাকাডাকি করলে তাদের উপর অশালিন ও অপমানজনক আচরণ করে থাকে। স্কুল ও কলেজ গামী শিক্ষার্থী বিশেষ করে মেয়েদেরকে অপমান ও শালীনতা বর্জিত আচরণে নাজেহাল করে থাকে। পারপারের ক্ষেত্রেও ব্যাপক গাফিলতি ও খামখেয়ালীপনা করে থাকে। এজন্য কয়েক বার নৌকা ডুবে শিক্ষার্থী ও যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার দুর্ব্যবহারে অনেক শিক্ষার্থী স্কুলে যাতয়াতে বিরত থাকতে বাধ্য হচ্ছে। জন প্রতিনিধিসহ অনেক গন্যমান্য ব্যক্তি প্রতিকারে এগিয়ে গেলেও কে শোনে কার কথা। এলাকাবাসীর দাবী অবিলম্বে মিঠুনকে খেয়াঘাটে পারাপরের দায়িত্ব থেকে বিতাড়িত করা হোক। বুধহাটা ও কুল্যা ইউপি চেয়ারম্যান ইঞ্জিৎ আ ব ম মোছাদ্দেক ও আবদুল বাছিত আল হারুন চৌধুরীর সুপারিশক্রমে গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ প্রতিকার প্রার্থনা করে ইউএনও বরাবর আবেদন করেছেন।