বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ থেকে তিনি মনে করছেন বাংলাদেশে খেলাটির ভবিষ্যৎ উজ্জ্বল। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সফরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে আশাবাদ ঝরেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের কণ্ঠে। অবশ্য এখানে আসার আগে বাংলাদেশে ফুটবলের পরিস্থিতি নিয়ে খুব বেশি ধারণা ছিল না তার। কিন্তু এখানে পরিস্থিতি পর্যবেক্ষণের পর ধারণা পাল্টে গেছে ইনফান্তিনোর, ‘আমি মনে করেছিলাম আমি এমন দেশে এসেছি যারা ফুটবল সম্পর্কে কিছু হয়তো জানে। কিন্তু ফুটবলের মাঝে নেই। যা দেখলাম তাতে মনে হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যারা শুধু ফুটবলই খেলছে না, তারা ফুটবলেও বাঁচে। আর ফুটবলে বাঁচা ফিফার নতুন স্লোগান। আমি আনন্দিত যে এখানে তেমন একটা ইতিবাচক অনুভূতি অনুভব করতে পারছি। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা জার্সি উপহার দেন ফিফা প্রেসিডেন্ট। বুধবার দিবাগত রাতে এসে সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিফা প্রেসিডেন্ট। সেই আলোচনা প্রসঙ্গে তিনি জানান, ‘প্রায় এক ঘণ্টার মতো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে তরুণদের ফুটবল নিয়ে আলোচনা করেছি। দুইদিন আগে বাংলাদেশ ভারতের সঙ্গে অসাধারণ খেলেছে। শেষ মুহূর্তের গোলটি না হলে হয়তো ১-১ ড্র হতো না। সব কিছুই সম্ভব ফুটবলে আর এটাই আশা জাগাচ্ছে। আমরা তরুণদের বিশেষ করে আপনাদের বয়স ভিত্তিক ফুটবলে সম্প্রতি অসাধারণ যেসব ফল যে হচ্ছে তা নিয়েই আলোচনা করেছি। তার পরেই বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এ কথা বলেন তিনি, ‘বাংলাদেশে ফুটবলের ভবিষ্যৎ উন্নতি নিয়ে আমরা কথা বলেছি। তাদের খেলাটির প্রতি আবেগ থেকেই বলছি, ফুটবলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এই অঞ্চলে তাদের পরিকল্পনা নিয়ে ইনফান্তিনো জানান, ‘ফিফার হয়ে আমরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় আরও তৎপরতার সঙ্গে কাজ করবো। তরুণদের থেকে শুরু করে ছেলে ও মেয়ে, বয়স ভিত্তিক ফুবল, ক্লাব ও জাতীয় পর্যায়ে বিভিন্ন আইডিয়া ও টুর্নামেন্ট নিয়ে আসতে চাই। বাংলাদেশে আসার পর ফিফা প্রেসিডেন্ট যে মুগ্ধ তা বোঝা গেলো তার কথা থেকে, ‘এখানে ফুটবলকে আরও কাছে নিয়ে আসতে চাই। কারণ আপনাদের আছে প্রায় ১৭ কোটি জনগণ। বাইরে কত আছে সেটা জানা নেই। তবে আপনাদের যে সংস্কৃতি, ইতিহাস ও খাদ্যাভাস আছে এ নিয়ে গর্ব করা উচিত। তাই আমি আশাবাদী যে আমরা এখানে কী করতে পারবো।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও তাবিথ আউয়াল।