কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কলেজপাড়া এলাকায় গাছের ডাল কাঁটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল হক (৫২) ও তার ছেলে রোকন (২০) মারাত্বকভাবে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এজাহার সূত্রে জানাযায়, বুধবার সকালে রেজাউল হকের জমিতে আলাউদ্দিনের গাছের ডালপালা চলে আসায় জমি চাষাবাদে অনুপযোগী হয়ে যাচ্ছে বলে আলাউদ্দিনকে গাছের ডালপালা কেটে নেওয়ার কথা বলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে আলাউদ্দিন ও তার ছেলে আশিক রেজাউলকে বেধড়ক মারধর করে। সেসময় স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে দৌলতপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঐ একই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে রেজাউলের ছেলে রোকন (২০) তার বাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ী ফেরার পথে আলাউদ্দিন, আশিক ও রশিদা রাস্তা আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করে মারাত্বকভাবে জখম করে। পরে তাকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।