শুক্রবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির দ্বাদশ সম্মেলন জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সভাপতি আবদুল হক। সভাপতিত্ব করবেন জেলা সভাপতি ডা. আবদুল খালেক লস্কর। সম্মেলন সফল করতে কাউন্সিলর ও ডেলিগেটদের এদিন সকাল ১০টায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সম্পাদক হাফিজুর রহমান।