আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউস সভা কক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুছ, শাহে আলম এমপি, সংরক্ষিত এমপি রুবিনা আক্তার মীরা, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ নেতাকর্মীরা। সন্ধ্যায় পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।