অভিভাবকহীন অবস্থায় থাকা বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসিসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদে দ্রুত নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী আলীম সালেহী, মহিউদ্দিন আহমেদ শিফাত, লোকমান হোসেন, ইকবাল মাহমুদ ও রাজু গাজী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিশ^বিদ্যালয়ে ভিসিসহ গুরুত্বপূর্ন পাঁচটি পদ শূন্য থাকায় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পরেছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির কার্যক্রম। তাই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সৎ ও যোগ্য ভিসিসহ গুরুত্বপূর্ন পদগুলোতে নিয়োগের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।