বৃহস্পতিবার বিকেল ৫টায় পার্বতীপুরে হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপার বৈঠকে এতে প্রায় ৫০ জন নারী অংশ নেন। পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা (আইসিটি) টেকনিশিয়াল রফিকুল ইসলাম ও তথ্য আপা মাহফুজা পারভীন।
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের জন্য ‘তথ্য আপা’ নামে মহিলা ও শিশু বিষয়ক মনন্ত্রনালয় এটি প্রকল্প।