নোয়াখালী চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়ন থেকে আবদুল গোফরান (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ওই উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সানুখলী গ্রামের নিজ বাড়ি থেকে বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, নোয়াখোলা ইউনিয়নের সানুখলী গ্রামের আবদুল গোফরান নামে এক বৃদ্ধের মৃতদেহ ওই বাড়ির পুকুরের সামনের সিঁিড়তে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে কি কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে।।