ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অভিযান উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, শিবলী নোমানী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা কৃষি অফিসার(সম্প্রসার) হুমায়ন কবির আকাশ, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।