রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক কোতোয়ালি থানাধীন জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসা ১০০ গজ পূর্বে জনৈক রিফাতের শয়ন ঘরের ভিতর হতে ১৭১ পিস ইয়াবাসহ আসামি ১। মোঃ রিফাত ইসলাম (২৫), পিতা-মৃত-মাহবুবার রহমান @মহুবার, ২। মোছাঃ লিমা (২১), স্বামী-মোঃ রিফাত ইসলাম, উভয়ে সাং-নিউ জুম্মাপাড়া (করিমিয়া মাদ্রাসার গলি), থানা-কোতয়ালী, মহানগর, রংপুরদ্বয়-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) হাবিব নগর আকালিটারিস্থ মোঃ আজিম উদ্দিন(অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা) এর বাড়ি সংলগ্ন পলাতক আসামি মোছাঃ ফজিলা খাতুন এর বাড়ির সামনে গলি রাস্তার উপর হতে ১০ পিস ইয়াবাসহ আসামি মোঃ বাবলা (২৭), পিতা-মৃত-শামসুদ্দিন, মাতা-মোছাঃ আছমা বেগম, সাং-স্থায়ী-আজিজনগর কলোনি বি ক্যাম্প, বর্তমানে-নিউ আদর্শপাড়া গ্রামস্থ(শাহিন মিয়ার বাসার ভাড়াটিয়া) -কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশে উল্লিখিত মামলা ব্যতিত অপর পৃথক মামলায় পরশুরাম থানা পুলিশ কর্তৃক ২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয় এবং কোতোয়ালি থানায় ১০ পিস ইয়াবাসহ ১ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশে মাদকের ৩ টি মামলাসহ মোট-৬ টি মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-৮ জন, তাজহাট থানায়-৩ জন, মাহিগঞ্জ থানায়-৭ জন, হারাগাছ থানায়-২ জন এবং ডিবি -১ জনসহ মোট-২১ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ১৭৫ টি মামলা ও ৫১,১০০/- টাকা জরিমানা আদায় করা হয়।