দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন রোগীসহ দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার চাতরী চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতরা হচ্ছেন- মফিজ উদ্দিন (৭১) ও তার পুত্রবধূ জয়নাব বেগম (২৭)। আহতদের মধ্যে মফিজের ছেলে সাহাব উদ্দিন, নিজাম উদ্দীন এবং তার স্ত্রী বুলবুল আক্তার। তবে অ্যাম্বুলেন্স চালকের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারকে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেছেন।
ওদিকে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অ্যাম্বুলেন্সটিতে রোগী বহন করছিল। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বাঁশখালীর ছনুয়া ৩ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মফিজ উদ্দিন। চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে বাড়িতে নেওয়ার পথে এমন দুর্ঘটনাটি ঘটে। লোকজন ধারণা করছেন-নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে এমন মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে মাতম চলছে।