নেত্রকোনার পূর্বধলায় গত বৃহস্পতিবার সকালে জারিয়ার এলাকা থেকে ১৮ বোতল ভারতীয় মদসহ আবুল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত আবুল হোসেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফান্ডা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
পূর্বধলা থানার কর্মকর্তা ইনচার্জ ওসি মোঃ তৌহিদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই রফিকুল ইসলাম ও এসআই সুলতান আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া রেলক্রসিং নামক স্থান থেকে ১৮ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।