সারাদেশে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিমের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন-কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ হোসেন সম্রাট, কলেজ ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি জুবায়ের হোসেন সজল, কলেজের বঙ্গন্ধু হল ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ছাত্রলীগ কর্মী সুমন হোসেন, পিয়াল ঘোষ, আশিকুর রহমান সজীব, সিজান, তরিকুল, বাধঁন, আলমগীর, আবির, জাহিদ প্রমুখ।