বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের গাড়ীর কাজ করতে বিলম্ব হওয়ায় মেকানিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনে জেলা মোটরযান মেকানিক ইউনিয়নের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে মোটরযান মেকানিক ইউনিয়ন সভাপতি নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ কামাল চৌধুরীসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বুধবার পটুয়াখালীতে বরিশাল পিডিবির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের গাড়ির টাইমিং বেল ছিড়ে গেলে নগরীর বলাকা মটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মেকানিক পাঠাতে বলে ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ড্রাইভার। সেখানে মেকানিক পাঠাতে বিলম্ব হওয়ায় বুধবার বিকেলে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই ওয়ার্কশপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পিডিবির লোকজন। এ সময় বক্তরা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের অপসারনসহ বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের দাবী জানান। দাবী না মানা হলে তিন দিনের কর্মবিরতি ও পরবর্তীতে দেশব্যাপী কর্মবিরতিতে যাওয়ার ঘোষনা দেন।