জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নকে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শ্রীপুর ইউনিয়ন রক্ষা করা কমিটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনে ঘন্ট্যা ব্যাপী মানববন্ধন শেষে কমিটির আহ্বায়ক লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আল আমিন, ইউপি সদস্য মনিরুল ইসলাস পলাশ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তেঁতুলিয়া নদীর নদীর অব্যাহত ভাংগনে ইতোমধ্যে পাঁচ শতাধিক বসতবাড়ি, সরকারী প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ অসংখ্য স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও নদী ভাঙনের ফলে তিন হাজার মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাবন করছেন। তাই নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।