সারাদেশের ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারিদের চতুর্থ শ্রেনী চিহ্নিত করে পরিপত্র জারি করার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবার কল্যাণ সহকারিবা। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারি সমিতি গফরগাঁও উপজেলা শাখার ব্যানারে বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি গফরগাঁও প্রেসক্লাবের সামনে পালন করা হয়। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন রোকসানা শিরীন, নার্গিস সুলতানা, তানিয়া, হোসনে আরা খাতুন, রাশিদা জাহান, শায়লা, সাবিনা ইয়াসমিন, আফিয়া, ইনসানা প্রমুখ। মানবন্ধন চলাকালে বক্তারা তাদের বেতনস্কেল ১৫ তম গ্রেডে উন্নীতকরন, তাদেরে পদকে টেকনিক্যাল পদে ঘোষনাসহ ছয় দফা দাবী জানান।