ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির আয়োজনে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে অনুষ্ঠিত মানব বন্ধনে তারা মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক শ্রেণী প্রথা উঠিয়ে দেওয়া সত্ত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত সেপ্টেম্বর তারিখে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকা শক্তি দেশের প্রায় ২৪হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণী চিহ্নিত করে পত্র জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে অবমাননাকর জারিকৃত পত্র প্রত্যাহার করার দাবি জানান। এ সময় ঝিনাইদহ জেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির সাধারণ সম্পাদক শাহানা খাতুন, হরিণাকুন্ডু উপজেলা সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক নাসরিন রেহানাসহ উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।