ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ‘‘জমি আছে ঘর নাই’’ প্রকল্পের আওতায় নির্মিত শেখ হাসিনা ভবন পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মাহবুব হোসেন। তিনি বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌরসভাধীন মান্দারতলা গ্রামের জমি আছে ঘর নাই প্রকল্পের ৩৩টি ঘর পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) অনিমেষ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, হরিণাকুন্ডু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু উপস্থিত ছিলেন। এছাড়াও যুগ্ম সচিব মাহবুব হোসেন জোড়াপুকুরিয়া গ্রামে নির্মিতব্য বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘরপ্রাপ্ত অসহায় মানুষের সাথে কথা বলেন।